প্রতিষ্ঠানের ইতিহাস

পিরোজপুর জেলাধীন পিরোজপুর সদর উপজেলার অন্তর্গত ৩নং দুর্গাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের নগরবাড়ী গ্রামে বাবলা মাধ্যমিক বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টি ১৯৪২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত্ হয়ে অভিজ্ঞ শিক্ষকমন্ডলী কর্তৃক পরিচালিত হয়ে আসছে। নমঃশূদ্র জাতির পিতা পতিতপাবন শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুর  অশিক্ষিত, অনগ্রসর, উচ্চবর্ণের মানুষের নিষ্ঠুর নির্যাতনে নিস্পেষিত নমঃশূদ্র জাতির শিক্ষার নিমিত্তে তৎকালীন অবিভক্ত বাংলায় ৩৯৫২টি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তারই ধারাবাহিকতায় দ্বারিকানাথ হালদারের পূর্বপুরুষগণ শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুরের নির্দেশে এলাকাবাসীর সহযোগিতায় নগরবাড়ী গ্রামে ১৯৩২ খ্রিস্টাব্দে একটি পাঠশালা গড়ে তোলেন। পরবর্তীকালে পাঠশালাটি এম.ই. স্কুলে পরিনত হয় এবং ১৯৪২ খ্রিস্টাব্দে কিছুটা পূর্ব দিকে স্থানান্তরিত হয়ে নগরবাড়ী জুনিয়র স্কুল হিসেবে আত্মপ্রকাশ করে। সেসময় হতে বিদ্যালয়টির প্রতিষ্ঠাকাল ১৯৪২খ্রিস্টাব্দ লেখা হয়। বিদ্যালয়টি বিগত ০১/০১/১৯৬২ খ্রিঃ তারিখে নিম্ন মা