প্রধান শিক্ষকের বাণী

এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বাংলার স্বাধীনতা। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বাংলার অবিসংবাদিত নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণে অনুপ্রাণিত হয়ে লক্ষ লক্ষ বাঙালি মুক্তিযুদ্ধে ঝাপিয়ে  পড়ে। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ত্রিশ লক্ষ শহীদের আত্মাহুতি ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। স্বাধীনতাত্তোর ৫৪ বছরের মধ্যে এদেশের প্রজ্ঞাবান রাস্ট্রনায়ক দেশরত্ন প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এদেশ উন্নয়নশীল ডিজিটাল বাংলাদেশে রূপান্তরের মধ্য দিয়ে প্রগতিশীল স্মার্ট বাংলাদেশে পরিণত করতে বদ্ধ পরিকর। তার জন্য গুনগত ও মানসম্মত শিক্ষা একান্ত প্রয়োজন।

 শিক্ষা ব্যবস্থাকে সর্বজনীন ও মানসম্মত করার জন্য অপরিহার্য অঙ্গীকার হচ্ছে সার্বিক গুণগত ব্যবস্থাপনা এবং সৃজনশীল ও উদ্ভাবনীমূলক শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য  অনুকুল অবকাঠামো ও পরিবেশ সৃষ্টির মাধ্যমে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা। আমরা অঙ্গীকারবদ্ধ, গুণগত ব্যবস্থাপনায় সদা সচেষ্ঠ এবং পরিবেশ ও মানসম্মত ফলাফলে উপজেলায় শ্রেষ্ঠত্বের দাবিদার। তাই, আসুন আমরা যার যার অবস্থান থেকে সাহায্য করে যেমন, কেউ ছাত্র-ছাত্রী দিয়ে, কেউ মেধা দিয়ে, কেউবা পরামর্শ দিয়ে বিদ্যালয়টিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। মহান সৃষ্টিকর্তা  আমাদের সহায় হউন। জয়বাংলা।

               অশোক রায়-প্রধান শিক্ষক

বাবলা মাধ্যমিক বিদ্যালয়, দুর্গাপুর, পিরোজপুর।